ঝালকাঠি জেলা অপরাজিতা নেটওয়ার্কে কমিটির নির্বাচনে
ইসরাত জাহান সোনালী সভাপতি ও আফরোজা আক্তার লাইজু সাধারণ সম্পাদক নির্বাচিত।সোমবার (২৪ জুলাই) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সভা কক্ষে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগীতায় এবং হেলভেটাস বাংলাদেশ এর তত্বাবধায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এই কমিটি গঠন প্রকৃয়ায় ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার অপরাজিতা সদস্যসহ অন্যান্য নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকলের অংশ গ্রহণ মূলক মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি এ্যাডভোকেট সাকিনা আলম লিজা, যুগ্ম-সাধারন সম্পাদক ডালিয়া নাসরিন , সাংগঠনিক সম্পাদক মোরশেদা লস্কর , কোষাধ্যক্ষ নাজমা বেগম, কার্যনির্বাহী সদস্য ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার, সাধারণ সদস্য নাজনিন আক্তার নিপা, সাহিদা, উম্মে হাবিবা, ইউপি সদস্য বাউল ছালমা, এ্যাডভোকেট ও ইউপি সদস্য লাভলী আক্তার, মাহেনুর বেগম, রাহিমা বেগম, নাদিরা পারভীন, নুরুন নাহার জলিল, লাকী আফরিন, খাদিজা রহমান, ফারজানা ইয়াসমিন, চম্পা গোস্বামী ও রমনা দেবনাথ। মোট ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি গঠন সভায় উপস্তিত ছিলেন রূপান্তরের বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বর্সরী, হেলভেটাস বাংলাদেশ এর প্রতিনিধি ফাতেমা মাহামুদা,এডভোকেসি এ্যন্ড নেটওয়ার্কিং কর্ডিনেটর ঝুমু কর্মকার, জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল।