পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধর এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদের আয়োজনে শেখ কামাল পৌর অডিটরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ফাইজুর রশিদ খসরু, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু হাওলাদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।