গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এসময় ঢিল ছুড়ে যাত্রীদের আতঙ্ক সৃষ্টি করে মোবাইল ছিনিয়ে নেয়া হয়। বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগনালে (আকিজ বেকার্সের পেছনে) এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের ঘটনায় রাতভর টঙ্গীর কেরানিরটেক বস্তি, তিস্তার গেট, ব্যাংকের মাঠ বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করে রেলওয়ে পুলিশ। আটককৃতদের ঢাকার কমলাপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতর আতঙ্কগ্রস্ত যাত্রীরা হুড়োহুড়ি করে ছুটাছুটি করছেন। এসময় বাহির থেকে পাথর নিক্ষেপের শব্দ শোনা যাচ্ছিল। আতঙ্কিত যাত্রী ও শিশুদের কান্না করতে দেখা যায়। কেউ কেউ মেঝেতে শুয়ে পড়েন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহাবুবুজ্জামান জানান, একজন যাত্রী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সে সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এঘটনায় ট্রেনের অ্যাসিস্ট্যান্ট ট্রেন সুপার (এটিএস) গোপাল রায় চৌধুরী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ট্রেনের যাত্রীদের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর রেল স্টেশনের আশপাশে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকু, ছিনতাই হওয়া ৮টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।