1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের রমরমা মহা উৎসব রাজনীতিতে যার নাম বার বার উঠে আসে …… কে সেই ব্যাক্তি পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড পিরোজপুরে ওয়াল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত গজারিয়া তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: গ্রামবাসীর ধাওয়া, ২ লাখ টাকা জরিমানা নেছারাবাদে ইয়াবা সেবন: কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের কারাদণ্ড ঝালকাঠিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার গজারিয়া শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান প্রতিপক্ষের গুলিতে নিহত গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় পাঁচ নারী প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিনব পন্থায় প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১১ আগষ্ট) দিনগত রাতে মাজেদা বেগম নামের এক ভুক্তভোগী নারী ৫ জন নামীয় ও অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করনে। শনিবার অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নাসির নগন থানার ছোহরাব আলীর স্ত্রী শিউলী বেগম (৩৫),আলী আজমের স্ত্রী শেফালী (২৫), জয়নব আলীর স্ত্রী পারভীন (৩৫),আজিজের স্ত্রী আমেনা বেগম (২৭), নাটোর জেলার নলডাঙ্গা থানার ভূষণগাছা গ্রামের মৃত. দুলাল সরদারের স্ত্রী রাশিদা বেগম। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মঠবাড়িয়া পৌর সভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বাসিন্দারের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণের জন্য শহরের সরকারী কলেজ, উপজেলা নির্বাচন কার্যালয় ও পৌরসভার পক্ষ থেকে কয়েকটি স্থানে টীম বসে। এসময় সংঘবদ্ধ ওই নারী প্রতারক চক্রটি বিভিন্ন টিমে গিয়ে কৌশলে বেশ কয়েকজন নারীর গলার স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগে থাকা টাকা হাতিয়ে নিয়ে যায়। সকাল সাড়ে ১১ টার দিকে একইভাবে মাজেদা বেগম নামের এক নারীর গলার চেইন ছেড়ার চেষ্টা ও ভ্যানিটি ব্যাগে হাত দিলে তিনি সতর্ক হয়ে যান। পরে তিনি সন্দেহজনক ওই নারীদের পরিচয় জানতে চাইলে তারা তড়িঘরি করে একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। পরপরই মাজেদা বেগম ও অপর দুই নারী তাদের পিছনে আর একটি গাড়ি নিয়ে ধাওয়া করে কিছু দুরে গিয়ে পোষাক পরিবর্তণ অবস্থায় প্রতারক চক্রের ৫ নারীকে ধরে ফেলেন। পরে তাদের কে পুলিশের হাতে তুলে দেয়া হয়। মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নয় জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এশটি মামলা দায়ের করা হয়েছে। আটকৃত পাঁচ নারীকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓