1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎পিরোজপুরে সন্ত্রাস ও দালাল মুক্ত বিএনপি কমিটির দাবিতে বিক্ষোভ গজারিয়ায় বনার্ঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মুন্সীগঞ্জে নৌংরা পরিবেশে মিষ্টি তৈরী করায় ১৭ হাজার টাকা জড়িমানা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি শ্রীপুর উপজেলা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ভান্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গজারিয়া দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুর

  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলার মাঠপাড়া এলাকার জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা জাতীয় পার্টির সদস্য জহিরুল ইসলাম ও মিলন শেখ। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জেলার মাঠপাড়া এলাকার জাতীয় পার্টির জেলা কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় কমিটির পদবঞ্চিত মুন্সীগঞ্জ শহর জাতীয় পার্টির সভাপতি আরিফুজ্জামান দিদারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হামলা চালায়। হামলায় জেলা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এতে দুই পক্ষের পাঁচ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম বলেন, ‘আরিফুজ্জামান দিদার চার থেকে পাঁচ জন নেতাকর্মীসহ বহিরাগত ২০-২৫ জন নিয়ে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে পাঁচ জন নেতাকর্মী আহত হয়। আরিফুজ্জামান দিদার বলেন, আমি ও আমার নেতাকর্মীরা সভায় গেলে অপমান করা হয়। এ নিয়ে কিছুটা হট্টগোল হয়েছে। ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, হট্রগোলে দুপক্ষের কয়েকজন আহত হয়েছে ও একটি গ্লাস ভেঙেছে। গত ১৭ আগস্ট জয়নাল আবেদীনকে সভাপতি ও রফিক উল্লাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের কমিটির অনুমোদন দেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি। এতে আরিফুজ্জামান দিদারসহ বেশ কয়েকজন পদবঞ্চিত হয় বলে অভিযোগ উঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓