ময়মনসিংহের ফুলপুর পৌর শহরে যানজট ও ফুটপাত দখল কারীদের উচ্ছেদ অভিযান চালায় ফুলপুর থানার পুলিশ।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফুলপুর বাসস্ট্যান্ড ও শহরের রাস্তার দুই পাশে ফুটপাতে অভিযান চালানো হয়।এছাড়া এই বিষয়ে ফুলপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান রাস্তার দুই পাশের ফুটপাতের বিভিন্ন দোকান থাকার কারণে ও ছোট্ট বড় গাড়ির ষ্টান্ড বা থামানোর কারণে যানজট সৃষ্টি হয় ও সাধারণ মানুষের চলাফিরা সমস্যা দেখা দেয়।এই কারণে সড়কের দুই পাশের ফুটপাত দখল মুক্তের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।