বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের আমিনুল ইসলাম হাওলাদারের দেড় বছরের শিশু সন্তান শাহজালাল নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শিশু শাহজালাল বাবা মায়ের অজান্তে হামাগুড়ি দিয়ে খেলার ছলে ঘরের বাহিরে বের হয়ে পাশের পুকুরের পানিতে পরে ডুবে মারা যান।অনেক খোজাখুজির পর পুকুর থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।