পিরোজপুরের স্বরূপকাঠিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।সোমবার (২ অক্টোবর) সকালে দিনটি পালন উপলক্ষেউপজেরা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, তথ্যসেবা কর্মকর্তা কামারুন কবির, সহকারি প্রোগ্রামার মিরাজ মাহমুদ, ওসি তদন্ত মাসুদ খান, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম ও সম্পাদক হযরত আলী হিরু প্রমুখ।