1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ার কৃতি সন্তান ইউসুফ আলী ব্যারিস্টার ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা পিরোজপুরে ইউএসবি টি-১০ টুর্নামেন্ট রেডসান ক্লাব চ্যাম্পিয়ান পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত  পবিপ্রবি প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে গজারিয়া সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক চালক নিহত মুন্সিগঞ্জে শ্রীনগরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা রাঙ্গাবালীতে যুবলীগ গ্রেফতার রাজাপুরে বিএনপির এক গ্রুপের হামলায় অপর  গ্রুপের লিফলেট বিতরণ কর্মসূচি পন্ড,  আহত দুই,  গজারিয়া প্রভাতী কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ৭দফা দাবিতে শিক্ষক সমিতির স্মারকলিপি

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) সাম্প্রতিক সময়ে শিক্ষকদের সাথে সংঘটিত বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান না হওয়ায় প্রশাসনের নিকট পবিপ্রবি শিক্ষক সমিতি ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন।একই সাথে দাবি আদায় না হলে সব ধরণের একাডেমিক কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহের মধ্যে রয়েছে-
১)পরীক্ষা চলাকালীন অবস্থায় শিক্ষক তালাবদ্ধ হওয়ার ন্যাক্কারজনক ঘটনার তদন্ত রিপোর্ট জমা হওয়া সত্ত্বেও প্রশাসন কর্তৃক অধ্যাবধি কোন পদক্ষেপ গ্রহন না করা;
২)তদন্তে কোন প্রকার দোষী সাব্যস্ত না হওয়া স্বত্ত্বেও একজন শিক্ষককে প্রশাসন পক্ষপাতদুষ্ট হয়ে সব কোর্স ও পরীক্ষা হতে অব্যাহতি/শাস্তি প্রদান করা ৩)শিক্ষকদের পদোন্নতিতে দীর্ঘসূত্রিতা ৪) ভর্তি পরীক্ষার সমুদয় অর্থ খরচের ক্ষেত্রে প্রশাসনের স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের প্রাপ্য সম্মানী থেকে বঞ্চিত করা ৫) বাসা বরাদ্দের ক্ষেত্রে নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে শিক্ষকদের বঞ্চিত করা ৬) একাডেমিক ভবনের সামনে শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় অদ্যাবধি কোন প্রকার তদন্ত ও বিচার না হওয়া; এবং ৭)বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র বহিরাগত ও মাদকসেবীদের অবাধ বিচরণ, একাডেমিক ভবনের সামনে বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই ব্যবহার, একাডেমিক ভবনে রাতের আধারে শিক্ষকদের কক্ষ ভাঙচুরে শিক্ষকদের নিরাপত্তা ব্যহত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা প্রক্টরের নির্লিপ্ত ভূমিকা পালন করা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়,উল্লেখিত ঘটনাসমূহ ছাড়াও বিগত সময়ে দাবীকৃত অমীমাংসিত বিষয়গুলোর গ্রহনযোগ্য সমাধান ও সুষ্ঠু বিচার দাবী করে পবিপ্রবি শিক্ষক সমিতি প্রশাসনকে যথাসময়ে অবহিত করে বিবৃতি ও স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এটাই পরিলক্ষিত হয়েছে যে, প্রশাসন শিক্ষক সমিতির এ সকল দাবীকে উপেক্ষা করেছে এবং শিক্ষকদের সমস্যা সমাধানে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। সাধারণ শিক্ষকদের মনের কথা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা বারবার বলার পরও প্রশাসন বরাবরের মতোই নির্লিপ্ত ভূমিকা পালন করে যাচ্ছে, সাধারণ শিক্ষকদের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভ ধীরে ধীরে বেড়েই চলছে।এ সকল সমস্যার প্রেক্ষিতে গত ১১ অক্টোবর এক সাধারণ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উক্ত সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে তিন দফা কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এতে উল্লেখিত দাবি আদায় না হলে আগামী ১৬ অক্টোবর একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।একইসাথে আগামী ১৭ অক্টোবর থেকে সব ধরণের একাডেমিক কার্যক্রম তথা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।এ বিষয়ে পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিয়া জানান,”বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মানহানি হওয়ায় তার সুষ্ঠু সমাধান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ প্রশাসন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে সাধারণ শিক্ষকদের সর্বসম্মতিক্রমে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓