1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

উজিরপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।এ বছর বরিশাল জেলার উজিরপুর উপজেলায় দুর্গোৎসব হবে ১১৬টি মণ্ডপে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতির পালা।আর তাই চলছে তুলির আঁচড়ের কারুকাজ।একটু একটু করে বর্ণিল সাজে সাজছেন মা দুর্গা।উৎসবের মর্ম প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টায় কারিগররা। অতি ভালোবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি।এ সময় দম ফেলার ফুরসত নেই তাদের।ব্যস্ত সময় পার করছে পূজা উদ্‌যাপন কমিটি।তোরণ নির্মাণ ও মণ্ডপকে নানা রঙে সাজাতে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছেন তারা।এদিকে, পূজা চলাকালে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে উপজেলা প্রশাসন ও উজিরপুর মডেল থানা এবং জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতিমধ্যে পূজামণ্ডপগুলোতে আনসার ও পুলিশ মোতায়েন সর্বশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।মণ্ডপসংশ্লিষ্টরা বলছেন, শারদীয় দুর্গোৎসবের আয়োজন প্রায় শেষের দিকে।ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।প্রতিমা তৈরীর কা‌রিগর, গণেশ পাল জানা‌লেন, খড় আর কাঁদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ। এখন রঙ আর তুলির আঁচড় দিয়ে দুর্গাকে সাজানোর কাজ চলছে।উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস জানান, পূজায় সর্বস্তরের মানুষের সমাগম ঘটবে।এটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এতে অন্য ধর্মের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।তাই সবার কথা মাথায় রেখে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো:শাহিনুজ্জামান জানান এ বছর উৎসবকে শান্তিপূর্ণভাবে করতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।এ ছাড়াও গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর তালিকা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো:জাফর আহমেদ জানান, উপ‌জেলায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হবে।এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফারিহা তানজিন বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাৎসব পালন করা হবে।উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে বিসর্জন মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓