দেশ ব্যাপী বিএনপি-জামায়াতের ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ও বরিশালের উজিরপুরে অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর, আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সেরনিয়াবাত,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী।এ সময় আরো উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছরোয়ার হোসেন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুনীল বিশ্বাস সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।