পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে উৎসব মুখর পরিবেশে স্থানীয় প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, দেশের মানুষের বহুমুখী উন্নয়ন কার্যক্রম শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত হয়েছে।অতিদরিদ্র, সহায়সম্বল ও ভূমিহীনদের জন্য জমিসহ পাকা ঘরের ব্যবস্থা করেছেন বর্তমান সরকার।সরকারের ব্যাপক উন্নয়ন ও হাজার হাজার সুবিধা ভোগী পরিবার এর সুফল ভোগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সমাজের প্রত্যেকটি মানুষকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করছে সরকার।আমরা জাতির পিতার আদর্শে বিশ্বাস করি, তাঁর কন্যার দর্শনে বিশ্বাস করি। তাই সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কষ্ট লাঘবে কাজ করছি।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।এ সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধাভোগী মুক্তিযোদ্ধা সন্তান, মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত, প্রতিবন্ধী, বয়স্কভাতা প্রাপ্ত, বিধবা ভাতাপ্রাপ্ত, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারাসহ বিভিন্ন উপকারভোগীরা উপস্থিত ছিলেন।