দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪৭ মযমনসিংহ- ২ (ফুলপুর- তারাকান্দা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র শশধন সেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ মোজাহারুল (মাষ্টার), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, পল্লী সঞ্চয়ী ব্যাংকের কর্মকর্তা আবুল বাসার রাজন, ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন প্রমুখ।