কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ বাসুরী গ্রামে এ ঘটনাটি ঘটে।গ্রামবাসীর সূত্রে জানা গেছে,ওই গ্রামের দরবেশ হুজুরের মাদ্রাসা সংলগ্ন মরহুম সাকায়েত হোসেনের স্ত্রী সাথে একই বাড়ির প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।এর জের ধরে ঘটনার দিন দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা বকুল বেগম, হীরা বেগম ও নিপা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।পরে আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।গুরুতর আহত হীরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।বাশরী গ্রামের ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।কাউখালী থানার এসআই আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।