কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ;
পিরোজপুরের কাউখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।বুধবার সকালে (২৭ ডিসেম্বর) কাউখালী সরকারি ডিগ্রী কলেজের মিলনায়তনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান এ কর্মশালা উদ্বোধন করেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদার, জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ।প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং কর্মকর্তা,১৭৬ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৩২১ পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করেন।