নিজস্ব প্রতিবেদক পিরোজপুর :
পিরোজপুরের নাজিরপুরে ১৩ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) একেএমএ আউয়ালের পক্ষে প্রচারণার অভিযোগে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দেওয়া হয়েছে।গত সোমবার (০১ জানুয়ারি) পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী শ ম রেজাউল করিম এ অভিযোগ করেন।অভিযুক্ত ওই প্রিসাইডিং কর্মকর্তারা সবাই উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের বিভিন্ন বিষয়ের প্রভাষক বলে জানা গেছে।এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।অভিযুক্ত শিক্ষকরা হলেন- ওই কলেজের মনোবিজ্ঞানের মো. ওমর ফারুক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির কাজী ওয়াদুদ, আইসিটি বিভাগের প্রভাষক সুমন মজুমদার, গণিতের জয়দেব চন্দ্র দে, কুমোদ বিহারী দাস ও গৌতম দাস পদার্থ বিদ্যার, মো. ফেরদাউস খান ও আশুতোষ রায় রাষ্ট্রবিজ্ঞানের, মো. এনায়েত হোসেন খান বাংলা সাহিত্যের, মো. সাখাওয়াত হোসেন ও মো. শামীম আহম্মেদ ব্যবস্থাপনা বিভাগের, মো. আল-মামুন মল্লিক হিসাব বিজ্ঞানের আলী আল মামুন এ ১৩ প্রভাষক। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা ওই কলেজের কয়েক শিক্ষক প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আউয়ালের পক্ষে কাজ করছেন।এমনকি তারা পাঠদানের সময় ছাত্রীদের কাছে ভোট চাচ্ছেন।উল্লেখ্য, কলেজটি উপজেলা সদরের নাজিরপুর হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি খাস জমিতে গত ২০১০ সালে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল প্রতিষ্ঠা করেন।কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার বলেন, কলেজের বিভিন্ন বিষয়ের ১৩ শিক্ষক প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে গত শনিবার (৩০ ডিসেম্বর) প্রশিক্ষণ নিয়েছেন।উল্লেখ্য, নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন।