1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ফুলপুর ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত গজারিয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ,ক,ম মোজাম্মেল হক এর মত বিনিময় সভা ফুলপুরে ধর্ষণ দেখে প্রতিবাদ করায় দাদী খুন, ধর্ষক আটক এদেশের মানুষ প্রতিহিংসার রাজনীতির পরিসমাপ্তি চায় : ইলিয়াস হোসেন মাঝি ‘ভূখা মিছিল’ এর প্রতি একাত্মতা প্রকাশ পিরোজপুরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার শিক্ষকদের মঠবাড়িয়ায় বেসরকারি দুই হাসপাতাল ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ফুলপুরে দেবর ভাবীর পরকীয়ার বলি ভাতিজা রাঙাবালীতে বিএনপি তারেক রহমান এর ৩১ দফা লিফলেট বিতরণ গজারিয়া ইমামপুরে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান

বরিশালে এক রাতেই দুই স্হানে লঞ্চ দূর্ঘটনায় আহত অর্ধশতাধীক

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক বরিশাল :

ঢাকা থেকে ছেড়ে আশা-বরিশালগামী এমভি সুন্দরবন লঞ্চ ও লাইটার জাহাজের সংঘর্ষে ত্রিশজন আহত হয়। এছাড়াও বরিশাল থেকে মজু চৌধুরীর হাট উদ্দেশ্য চন্দ্রদ্বীপ ও এ্যাডভেঞ্চা লঞ্চের সংঘর্ষে বিশজন আহত হওয়ার অভিযোগ উঠে।বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাত আনুমানিক ১২:৩০ টার সময় সুন্দরবন ১৬ লঞ্চটির সংগে লাইটার জাহাজের দূর্ঘটনার ঘটনা ঘটে।চাঁদপুর মেঘনা নদীর (একলাসপুর) নামক স্থানের একটি চরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।ঐ’লঞ্চে থাকা যাত্রী শিবু দাস বলেন, ঢাকা থেকে বরিশাল গামী এমভি সুন্দরবন লঞ্চ ও লাইটার জাহাজের সাথে গন কুয়াশার জন্য সংঘর্ষ হয়।লঞ্চের কিছ অংশ ধুমসে মুচড়ে যায় ও লঞ্চের নিচের প্রশস্ত ফেটে পানি প্রবেশ করেন।তবে গুরুতর আহত না হলেও সাধারণ মানুষের মধ্যে কান্নাকাটি, আতংকের বিরাজ করছে।সুমন নামে এক যাত্রী বলেন, দূর্ঘটনার পড়ে ঘটনা স্থানে সুন্দরবন ১৫ লঞ্চেটি এসে ডেকের কিছু যাত্রী নিয়ে ৪:৪০ মিনিট সময় বরিশালে চলে যায়। কিন্তু কেবিনের যাত্রীরা সকাল ৮:২০ মিনিট সময় সুন্দরবন ১৪ লঞ্চে উঠেন।এদিকে একই রাতে ঢাকা থেকে আশা এ্যাডভেঞ্চার -১ লঞ্চে সাথে পলাশপুর মোহাম্মদ পুর চরের মাথায় এমভি চন্দ্রদ্বীপ লোকাল লঞ্চের সংগে সংঘর্ষ হয়।এসময় লঞ্চটির সামনে থেকে ধুমসে মুচড়ে যায়।চন্দ্রদ্বীপ লঞ্চের মোঃমিলন মাষ্টার বলেন, শুক্রবার সকাল ৬: টার সময় বরিশাল লঞ্চঘাট থেকে পাতারহাট টু মজুচৌধুরীর হাটের উদ্দেশ্য ঘাট ত্যাগ করেন।তার বিশ মিনিটের মধ্যে এ্যাডভেঞ্চার লঞ্চের সাথে দূর্ঘটার কবলে পড়ে। এসময় বিশ জনের মত আহত হয়। দুই নারী গুরুতর আহত হয়েছে।তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ ভর্তি করানো হয়েছে।আর বাকি লোকজনকে স্থানীয় চিকিৎসা নিয়ে চলে গেছে।এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষের মোবাইলে ফোন দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।এবিষয়ে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ জলিল বলেন, কীর্তনখোলা নদীতে লঞ্চ দূর্ঘটার বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।তবে গন কুয়াশার কারণে এই ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓