পিরোজপুর প্রতিনিধি :
সুষ্ঠ নির্বাচন ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষ্যে এবং সহিংসতা ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী বিজিবি, র্যাব ও পুলিশ।পিরোজপুর জেলায় ১ ব্যাটালিয়ান (৪৭০ জন) সেনা সদস্য ও ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।তারা জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। নির্বাচনকালীন যেকোনো সহিংসতা এড়াতে নিয়মিত টহল দেবে সেনাবাহিনী।৭ জানুয়ারি ভোটগ্রহণের তিন দিন পর পর্যন্ত মাঠে থাকবে তারা।পিরোজপুরের ৩টি আসনে নির্বাচনে ১২টি দলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বিদ্বতা করলেও মাঠে রয়েছেন ৭ জন প্রার্থী।পিরোজপুর-১ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লক্ষ ৬৭ হাজার ৩৭ জন।এর মধ্যে নারী ১ লক্ষ ৮০ হাজার ৭৩৩ জন আর পুরুষ ১ লক্ষ ৮৬ হাজার ৩০৪ জন।পিরোজপুর-২ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লক্ষ ৮৪ হাজার ৪৯৩ জন।এর মধ্যে নারী ১ লক্ষ ৯১ হাজার ৬৬৬ জন আর পুরুষ ১ লক্ষ ৯২ হাজার ৮২৫ জন।পিরোজপুর-৩ আসনে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ২৩ হাজার ৪৪২ জন।এর মধ্যে নারী ১ লক্ষ ১০ হাজার ৪৭৪ জন আর পুরুষ ১ লক্ষ ১২ হাজার ৯৬৭ জন।জেলায় মোট ভোটার ৯ লক্ষ ৭৪ হাজার ৯৭২ জন।এর মধ্যে নারী ভোটার ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৩ আর পুরুষ ভোটার রয়েছে ৪ লক্ষ ৯২ হাজার ৯৬ জন।