নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামের শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম মন্দিরের কলাপসিবল গেটের ভেঙ্গে দুধর্ষ চুরি ঘটনা ঘটেছে।চোর চক্র ৩ টি মন্দিরের নগদ টাকা সহ পূজার সরঞ্জাম কাঁসার -থালা বাসন ঘট পিতলের কলস আসবাবপত্র চুরি করে নিয়েছে যায়। জাহার আনুমানিক মুল্য লক্ষাধিক টাকা।মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।প্রণামী বাক্স ভেঙ্গে চুরি করার সময় মন্দিরের সামনে ব্যবসায়ী (দোকানদার) মো:আজাহার(৪০) টের পেয়ে ডাক চিৎকার দিলে অজ্ঞাতনামা চোরেরা মালামাল ভ্যানে করে নিয়ে পালিয়ে যায়,পরবর্তীতে স্থানীয় লোকজন সহ মন্দিরের দায়িত্বে থাকা দীনবন্ধু দাস (৪৫) মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখতে পান পূজার কাঁসা পিতলের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় যাহার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা এবং প্রণামী বাক্স ভেঙ্গে ৫/৬ শত টাকা চোরেরা নিয়ে যান।মন্দির কমিটির সাধারণ সম্পাদক, শংকর দাস জানান দুর্গা মন্দির, কালীমন্দির, শিব মন্দিরের পূজার সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে।চুরির ঘটনার সাংবাদ পেয়ে উজিরপুর মডেল থানার তদন্ত ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান সোহাগ ঘটনাস্থান পরিদর্শন করেন।