পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে তীব্র শীতের পাশাপাশি পড়ছে গুড়িগুড়ি বৃষ্টি।বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল থেকে আকাশ ছিলো মেঘাচ্ছন্ন।তবে দুপুর ১২ টা থেকে শুরু হয়েছে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি।সাথে রয়েছে ঠান্ডা বাতাস। এরই মধ্যে মাঝে মাঝে উকি দিচ্ছেল সূর্যের আলো। ফলে সাধারন মানুষের দূর্ভোগ আরো বেড়ে গেছে।শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম।প্রয়োজন ছাড়া কোন মানুষ ঘর থেকে বাইরে বের হয়নি।এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঠান্ডা জনিত কারনে জেলার হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বেড়েছে।বিশেষ করে শিশু ও বয়স্করা বেশী ভুগছেন ঠান্ডা জনিত রোগে।