1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় সাংবাদিক কন্যা ঊর্মিকে ধর্ষণ শেষে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় বাবা ও ছেলে গ্রেপ্তার  মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড মুন্সীগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সনাকের মানববন্ধন কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত গজারিয়া তেতৈতলা জামালদী সংযোগ সড়ক পরিদর্শন নির্বাহী প্রকৌশলী গজারিয়া নিখোঁজের দুই দিন পর নৌযান শ্রমিকের লাশ উদ্ধার ভেড়ামারায় সিআরবি উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

রাজাপুরে জেলে থাকা আসামিদের বাড়িতে লুটপাট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে জেল হাজতে থাকা আসামিদের বসতঘর লুটপাটের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার জানান, পাশর্^বর্তী মৃত. আব্দুল মজিদ মৃধার ছেলে ছিদ্দিকুর রহমান বাদী হয়ে আমাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একই পরিবারের ৫ জনকে আসামী করে রাজাপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।এ মামলায় আমাদের জেল হাজতে থাকার সুযোগে বাদীর লোকজন বসতঘরে ডুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমির দলীল সহ মালামাল লুট করে নিয়ে যায়।শুধু লুটপাটই নয়, বসতঘরে ব্যবহৃত আসবাবপত্র ভেঙে রেখে যায়। জামিনে আসা ভুক্তভোগী রেবা বেগম জানান, বাদী ছিদ্দিক ও তার মেয়ে জামাই ইকবালের ভয়তে বাড়িতে যেতে পারছিনা। আমরা এখন জামিনে এসেও পালিয়ে বেড়াচ্ছি। রেবা বেগম আরও জানান, পরিবারের লোকজন পলাতক ও জেলে থাকায় গৃহস্থালি সামগ্রী কিছুই নেই। ঘরবাড়ি, সংসার সব শেষ হয়ে গেছে।এখন আমাদের কিছুই নেই।এ বিষয় অভিযুক্ত ছিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বিকার করে জানান, তারা জেলে থাকা অবস্থায় তার ফুফু নুরজাহান ও তার স্বজনরা মালামাল নিয়ে গেছে।কিছু মালামাল স্থানীয় মহিলা মেম্বারের কাছে জব্দও রয়েছে।আর এটা আমাদের মামলাটার বিরুদ্ধে তারা একটা মামলা সাজানোর চেষ্টা করছেন।রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য, প্রেম সংগঠিত একটি বিষয়ে ওই গ্রামে সম্প্রতি ছিদ্দিক মৃধার ছেলে মো. নাঈম হোসাইন আত্মহত্যা করে।এ আত্মহত্যার ঘটনায় নাঈমের পরিবার ভুক্তভোগী ওই রেবা বেগমের পরিবারকে দায়ী করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓