নাজমুল হক মুন্না উজিরপুর( বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত, বিএনপি- জামায়াতের অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন হিমু,শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মাস্টার, সাধারণ সম্পাদক ও শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি বেগম,অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান নয়ন।সভা শেষে একটি র্যালী আওয়ামীলীগ অফিস থেকে বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে সমাপ্ত করা হয়।