আলমগীর কবির ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হান্নান নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়৷শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।মোহাম্মদ হান্নান একই গ্রামের মোঃ আবু তালেবের ছেলে ও স্থানীয় পশ্চিম কলারন দাখিল মাদরাসার ৮ম শ্রেনীর ছাত্র।পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ীর পাশে কৃষি ক্ষেতে প্রতিদিন মটর দিয়ে পানি দেয় হান্নান।প্রতিদিনের মত আজ সকালে পানি দেয়া শেষে মটর বন্ধ করতে গেলে এ ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন হান্নান ক্ষেতে পানি দেয়া শেষে যখন মটর বন্ধ করতে যায় তখন লুছ কানেকশনের জন্য মটরের বডি বিদুৎতায়িত ছিল তাই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।