কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উত্তরায়ন খেলাঘর আসরের একাদশ দিবার্ষিক সম্মেলন শনিবার (২মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক ডাঃ একিউএম সিরাজুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত রায়, ফেরদৌসী সুলতানা ঝর্ণা, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য সুজন মজুমদার, খেলাঘর পিরোজপুর জেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক দেবাশীষ গুহ, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য লিটন কৃষ্ণ কর ও উত্তরায়ন খালেদার আসরের সাধারণ সম্পাদক বীথিক সাহা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খেলাঘর সংগঠক স্বপন বিশ্বাস উদ্বোধন শেষে দুই শতাধিক শিশু কিশোর ভাই-বোন কর্মী সংগঠক ও অভিভাবকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য রেলি কাউখালী বন্দর প্রদক্ষিণর শেষে উপজেলা চত্বরে এসে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহাকে সভাপতি, বিথীকা সাহাকে সাধারণ সম্পাদক, স্বপন কুমার বিশ্বাসকে সহ সাধারণ সম্পাদক ও সুমি বসুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্ শাখা আসরের কার্যকরী কমিটি গঠন করা হয়।বিকালে শাপলা চত্বরে সংগঠনের শিশু কিশোরদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।