মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা-মারধোরে মোহাম্মদ উজ্জ্বল(৪২)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে শহরের মাঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত ডিস ব্যবসায়ী হুমায়ূন হোসেন ও তাঁর ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহান মোল্লার ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাশের দক্ষিণ কোটগাঁও এলাকার ডিস ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তাঁর ছোট ভাই সোহেলের নেতৃত্বে ১০-১২ জন মিলে উজ্জ্বলের মাঠাপাড়ার বসত বাড়িতে হামলা চালায়।এ সময় হুমায়ুন,সোহেল ও তাঁদের লোকজন উজ্জ্বলকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.ফেরদৌস হাসান বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম বলেন,এ ঘটনার মূলহোতা দুই ভাই হুমায়ূন ও সোহেলকে আটক করা হয়েছে।ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত নিশ্চিত হওয়া যাবে।