1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে যুবদলের শোভাযাত্রা ও আনন্দ মিছিল কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড গজারিয়ায় তিন বাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৪ গজারিয়া মহাসড়কে অটোরিক্সা ধাক্কায় পুলিশ’সহ আহত-৩. বাংলাদেশ রিপাবলিকান বিআরপি নির্বাহী কমিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়া মেঘনা ঘাট নদী বন্দরের নতুন ইজারাদার এর মিলাদ ও দোয়া মাহফিল ময়মনসিংহের ফুলপুর ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ১ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছেংগারচর পৌর ছাত্রদলের পানির বোতল ও স্যালাইন বিতরণ কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

ফুলপুরে কাভার ভ্যান সহ ১ চোর গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর সার্কেল এ-র তত্ত্বাবধায়নে অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান,এ-র সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ.) মোফাখ্খির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মামলাটি তদন্তকালে বাদী জনৈক মোঃ সুরুজ আলী (৫০), পিতা হাজী মোহাম্মদ আলী আকবর, সাং- কাজিয়াকান্দা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।ফুলপুর থানার এফআইআর নং-১০, তারিখ- ০৮ ০৩ ২০২৪: জি আর নং-৩৫, ধারা- ৩২৮/৪০৭/৩৪ The Penal Code, 1860: তাহার কারখানায় প্লাস্টিক কুচি করিয়া গাড়ী যোগে বিভিন্ন জায়গায় পাঠায়, সেইমতে বাদী ইং ০৮/০৩/২০২৪ তারিখ দালাল শরীফ (২২) (মোবা: ০১৩১২- ৩২৩৭৫২) পিতা-সিদ্দিক ড্রাইভার, সাং-চরকালিবাড়ি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর নিকট মাল পাঠানোর জন্য একটি কাভার ভ্যান চাহিলে সে ৯, নয় হাজার) টাকা ভাড়া চায় পরে সে ভাড়া মিটাইয়া একটি কাভার ভ্যান বাদার কারখানায় পাঠায়, যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ট-১৩-৫৮৪৯।উক্ত কাভার ভ্যানের কথিত চালক দুলাল মিয়া, মোবা।০১৩২০-৮৪৮২২৫ ইং ০৮/০৩/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় বাদী উক্ত কভার ‘ভ্যানে প্লাস্টিক কুচি যাহা মূল্য অনুমান ১২,০০,০০০/-(বারো লক্ষ) টাকার মাল তুলিয়া ঢাকা ইসলামবাগ মেসার্স মোখলেছ এন্টারপ্রাইজ এর উদ্দেশ্যে রওনা করে। বাদী কারখানার ম্যানেজার মফিজুল ইসলাম (৩৫) পিতা-আমির উদ্দিন সাং- নাশুল্লা কান্দাপাড়া, থানা: হালুয়াঘাট, জেলা: ময়মনসিংহকে উক্ত কভার ভ্যানের সাথে পাঠায়। উক্ত কভার ভ্যানের ড্রাইভার কভার ভ্যান চালাইয়া ইং ০৮/০৩/২০২৪ তারিখ রাত্রী অনুমান ১১.৪০ ঘটিকার সময় বাদীর ম্যানেজারকে অজ্ঞান অবস্থায় গাজীপুরে রাস্তার পাশে ফেলিয়া মাল নিয়া চলিয়া যায়। স্থানীয় লোকজন ম্যানেজারকে অজ্ঞান অবস্থায় দেখিতে পাইয়া ৯৯৯ কল করিলে পুলিশ ঘটনাস্থলে যাইয়া উদ্ধার করি কালিয়াকৈর হাসপাতালে ভর্তি করে।আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে জন্য বিশ্বস্ত সোর্স নিয়োগ করিয়া এবং তথ্য প্রযুক্তি মাধ্যমে বাদীকে সাথে নিয়া গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ০৮/০৩/২০২৪ তারিখ বিকাল ১৭.১০ ঘটিকার জেএমপি গাজীপুর এর বাসন থানাধীন ভোগড়া সাকিনস্থ জিমি এন্ড জেসি কোম্পানী সংলগ্ন তাহার শ্বশুর মোহাম্মদ আলী বাসা হইতে আসামী মো. হৃদয় সরকার শিপন (২৪), পিতা মৃত নজরুল ইসলাম, মাতা- রিনা বেগম, সাং- মনমথ, থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্দা, বর্তমান সাং-শ্বশুর মোহাম্মদ আলী, সাং- ভোগড়া, থানা-বাসন, জেলা-গাজীপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফারকৃত আসামীকে সাথে নিয়া দারুস সালাম থানাধীন গোল্লাটেক সংলগ্ন শহীদ বুদ্ধিজীবি কবরস্থানের দৈনিক পাশে পাকা রাস্তার উপর চালক বিহীন কভার ভ্যানটি পাইয়া কিছুক্ষণ ড্রাইভার ও হেল্পারের অপেক্ষায় থেকে কভার ভ্যানের নিকট কেহ না আসায় তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানা পুলিশ ও স্থানীয় লোকজনদের সহায়তায় তালা ভাঙ্গিয়া বাদীর মালামাল বাদীর উপস্থিতিতে সনাক্ত করে।বাদী জানায় যে, কভার ভ্যানের ভিতর একতৃতীয়াংশ মালামাল নাই। তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সাক্ষীদের উপস্থিতে ইং ০৮/০৩/২০২৪ তারিখ রাত ২০.৩০ ঘটিকার পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে আত্মসাৎকৃত মালামালের মধ্যে দুইতৃতীয়াংশ মালসহ কভার ভ্যানটি জব্দ করে। অবশিষ্ট মালামাল ও অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য ধৃত আসামীকে ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।তদন্তে প্রাপ্ত আসামী গ্রেফতার মো. হৃদয় সরকার শিপন (২৪), পিতা মৃত নজরুল ইসলাম, মাতা- রিনা বেগম, সাং- মনমথ, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্দা, বর্তমান সাং-শ্বশুর মোহাম্মদ আলী, সাং-ভোগড়া, থানা-বাসন, জেলা-গাজীপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓