মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।রবিবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ফকির, মোঃ জুলফিকার আলী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল মৃত্যু ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।