পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে তিন শতাধিক শিশুদের নিয়ে ইফতার ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ এপ্রিল) পিরোজপুর জেলা অ্যাপে· ক্লাব অডিটোরিয়ামে বাবুই সামাজিক উন্নয়ন ও বাবুই পাঠাগার এর আয়োজনে হ্যবিটেট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) এর সহযোগিতায় ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, উদিচী শিল্পো গোষ্ঠীর সভাপতি খালিদ আবু সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় খুদে রোজাদারদের মাঝে বই বিতরণ করা হয়।এবং বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ সহ অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এবং অসহায় এক নারীকে সেলাই মেশিন উপহার দেয়া হয়।