1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহবায়ক কমিটি ঘোষণা মুন্সিগঞ্জ পদ্মায় রাতভর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে কারাদণ্ড ইন্দুরকানীতে সাংবাদিক সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার ‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড কাউখালীতে গৃহবধূকে যৌন হয়রানির দায়ে অটোচালককে তিন মাসের কারাদণ্ড গজারিয়া ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কে সংবর্ধনা গজারিয়া পুনরায় সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার গজারিয়া বৃক্ষ রোপণ ও কেক কেটে সভ্যতার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠিতে ট্রাক – প্রাইভেটকার ও অটোরিকশা সংঘর্ষে ১১ জন নিহত

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ও অটোরিকশা নিয়ে খাদে পড়ে। এ ঘটনায় নারী, শিশুসহ ১‌১ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোলপ্লাজায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই একটি ট্রাক। গাবখান সেতু থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। পরে টোলপ্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ে খাদে পড়ে। এতে ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান।এসময় রক্তাক্ত অনেকগুলো দেহ উদ্ধার করা হয়।ক্ষতবিক্ষত দেহগুলো সদর হাসপাতালে নিলে সেখানে ১১ জনকে মৃত ঘোষণা করা হয়।এসময় আহত আরও ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।এদের মধ্যে টোলপ্লাজার কয়েকজন কর্মীও রয়েছেন।ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান সেতু টোলপ্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশাকে নিয়ে খাদে পড়ে।এ ঘটনায় টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকে হতাহত হন। এখন পর্যন্ত শিশুসহ ১১ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓