কামরুল ইসলাম খান, ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১৭এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান ফারুক, ফুলপর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আবুল বাসার রাজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।