মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় মাদক ব্যবসায়ী সহ দুই আসামিকে আটক করা হয়েছে।শনিবার (২০ এপ্রিল) তাদের আটক করা হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা সরকারি কলেজ রোড এলাকায় এসআই রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ কেজি ১০ গ্রাম গাঁজাসহ শুক্রবার রাতে ফারুক আহম্মেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।ফারুক ফুলপুর পৌরসভার চরপাড়া মোড়ল বাড়ি এলাকার মৃত আকবর আলীর পুত্র।এছাড়া পারিবারিক আদালত আইনে সাজাপ্রাপ্ত আসামি খন্দকার মোজাম্মেল মিয়াকে আটক করা হয়েছে।মোজাম্মেল তারাকান্দার মাঝিয়ালী গ্রামের খন্দকার খোকন মিয়ার পুত্র।এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে আজ ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।