সাইদুল ইসলাম ঝালকাঠি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কেওতা ব্লকে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সূর্যমুখী হাইব্রিড (হাইসান ৩৩) জাতের প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরী আলোচনা অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়েছে৷মঙ্গলবার (৭ মে) উপজেলার বামনকাঠি (একেস্সারা) এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি ঝালকাঠি’র উপপরিচালক মো: মনিরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো: জাকির হোসেন তালুকদার, উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার মো: এইচ. এম. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ রিফাত শিকদার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান ) মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর। অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে অতিথিগণ তেলজাতীয় ফসল চাষের গুরুত্ব তুলে ধরেন।প্রধান অতিথি তার বক্তৃতায় তেল জাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং তেল ফসলের আবাদ বৃদ্ধির আধুনিক বিভিন্ন কলা-কৌশল কৃষকদের মাঝে তুলে ধরেন এবং কৃষকরা তেল ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন।এছাড়া উপপরিচালক মহোদয় উক্ত প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন।এরপরে মনোহরপুর ব্লকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের উফশি বোরো (ব্রি ধান ৭৪) জাতের প্রদর্শনীর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।এরপর উফশী বোরো (বিনা ধান ২৫)এর পার্টনার ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।পরে মনোহরপুর পার্টনার ফিল্ড স্কুল-ধান এবং শুক্তাগর ব্লকে পার্টনার ফিল্ড স্কুল – পুষ্টি এর কার্যক্রম মনিটরিং সহ সার্বিক কৃষি কার্যক্রম পরিদর্শন করেন।এছাড়াও রাজাপুরের বিভিন্ন ব্লকে ফসল পরিদর্শন ও কৃষকদের পরামর্শ প্রদানের মাধ্যমে তার দিনব্যাপি কার্যক্রম শেষ হয়।