জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারী ও অবস্টেট্রিক্স বিভাগের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন আয়োজন করা হয়।সোমবার (১৩ মে) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপি বরিশাল জেলার মুলাদী উপজেলার পাতার চর এলাকার শহিদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।বরিশাল জেলার মুলাদী উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল,পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হসপিটাল এবং এএনএসভিএম অনুষদের মেডিসিন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সমন্বয়ে ক্যাম্পেইন সম্পন্ন হয়।
উক্ত ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অত্র অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান এবং থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. অসিত কুমার পাল, মেডিসিন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান এবং থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোঃ লালমদ্দিন মোল্লা, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সেলিম আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নূরুল আলম এবং মূলাদী উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোঃ নজরুল ইসলাম।প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ইলমা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুলাদী উপজেলার নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন।থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. অসিত কুমার পাল বলেন, পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতাল স্বল্প খরচে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সহ সকল প্রকার পরীক্ষা করা হয়। দেখা যায় অনেক সময় বড় গরু ইমার্জেন্সি ডেলিভারি সময়ে হাসপাতালের এম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালের ডাক্তারগন এসেও চিকিৎসা দিয়ে থাকে। আপনাদের যেকোনো ইমারজেন্সি সমস্যায় ফ্রি ভেটেরিনারি চিকিৎসার জন্য আসতে পারেন।