কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের কাউখালী উপজেলার পাঁচ ইউনিয়নের পাঁচ হাজার দুস্হ ও অসহায় পরিবারের মাঝে স্হানীয় সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকাল থেকে উপজেলার ক্ষতিগ্রস্ত দুস্হ ও অসহায় পরিবারের মাঝে পাঁচটি ভ্যেনুতে সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ উপস্থিত থেকে তার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, গাজী সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, তরুণ সমাজ সেবক মোঃ রাসেল আহম্মেদ প্রমূখ।