কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ;
সত্য, সেবা, নীতি, ধর্ম জীবনের চারি কর্ম। এই নীতিকে অনুস্মরন করে পিরোজপুরের কাউখালীতে শ্রীমদ্ আচার্য দূর্গাপ্রসন্ন পরমহংস দেবের প্রতিষ্ঠিত শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ বছর মেয়াদের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিন করা হয়েছে।শুক্রবার (৩১মে) কেন্দ্রীয় শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের ৫ম বার্ষিক প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ১২৬টি শাখা সঙ্ঘের ৩২২ জন প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহন করেন।এতে সভাপতি পদে স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, নির্বাহী সভাপতি পদে শ্রী পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক পদে শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত, সহ-সাধারণ সম্পাদক পদে শ্রী কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক পদে শ্রী প্রশান্ত কুমার দাস, কোষাধক্ষ্য পদে শ্রী বিপুল বরণ ঘোষ, প্রচার সম্পাদক পদে শ্রী ভক্ত কর্মকার নির্বাচিত হন।
পূর্ণ:নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত বলেন, শান্তিপূর্নভাবে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ বছর মেয়াদের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে ১২৬টি শাখা সঙ্ঘের ৩২২ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।