অনলাইন ডেস্ক :
দ্বিতীয় ধাপে বরিশাল বিভাগে অনুষ্ঠিত ১৪ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেছেন।বুধবার (১২ জুন) বেলা ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ শওকত আলী তাদেরকে শপথ বাক্য পাঠ করান।এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, অতিরিক্ত আঞ্চলিক (বরিশাল) নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার প্রমূখ।উল্লেখ গত ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বরিশাল বিভাগের ১৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।