ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকা উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৪ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আবু জাফর।বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ মোশারুল ইসলাম সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।