কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন মৎস্য জীবী সমিতির অফিস উদ্বোধন।সোমবার (১ জুলাই) সকালে উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন ইউনিয়ন মৎস্য জীবী সমিতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।আমরাজুড়ি ইউনিয়ন মৎস্য জীবী সমিতির সভাপতি রিপন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মৎস্য জীবী সমিতির সাধারণ সম্পাদক নরোত্তম দাস।অস্থায়ী কার্যালয়ের উদ্বোধক ছিলেন, তরুণ সমাজ সেবক ও গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রাসেল আহম্মেদ।উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান।এ ছাড়াও উপস্থিত ছিলেন চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়ন মৎস্য জীবী সমিতির সভাপতি বেল্লাল হোসেন, সাধারন সম্পাদক মাইনুল হোসেনসহ মৎস্য জীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।