1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‎ঝালকাঠিতে ‘জুলাই শহিদ ও সম্মুখযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত ‎ ‎ কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি জামায়াতের বিজয় মিছিল সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করুন: মাসুদ সাইদী ‎ গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা গলাচিপা উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানে-২৪ এ নিহত শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান

আওয়ামী লীগ আনসারের পোশাক পড়ে দেশে সন্ত্রাস দৃষ্টি করছে —অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের আনসারে পোষক পড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এই অন্তর্বতী সরকার বিপদে ফেলতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ তাতে সফল হতে পারে নাই। আমাদের এই যড়যন্ত্র রুখতে হবে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পিরোজপুরের সার্কিট হাউজ মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্বজনদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে তার আন্তর্জাতিক দুষ্ট চক্র কাজে লাগিয়ে এখনো ষড়যন্ত্র করছে আমাদের কঠোর হাতে এই ষড়যন্ত্র রুখতে হবে। প্রশাসনের সর্বস্তরে যে আওয়ামী লীগের জঞ্জাল আছে তা পরিস্কার করতে হবে। ১৫ বছরে যে জঞ্জাল আওয়ামী লীগ তৈরি করে রেখে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জঞ্জাল পরিস্কার করতে সময় দিতে হবে। দেশ সংস্কার করতে আমাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে। দেশ সংস্কার করে একটি সুষ্ট স্বাভাবিক নির্বাচন আয়োজন করতে হবে। মিয়া গোলাম পরওয়ার আরোও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার আমাদেরই পরিবার আমাদেরকেই এই শহীদ পরিবারকে দেখে রাখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পাশাপাশি এই ১৬ বছরে যারা বিভিন্ন সময় শহীদ হয়েছেন এই দেশে তাদের রক্তের অবদান আছে।শহীদেরা যে শান্তি পূর্ণ দেশ চেয়েছিল আমাদের সেই শান্তি ধরে রাখতে হবে।

এ সময় গোলাম পরওয়ার আরও বলেন, ৫ আগস্টের পরে হাসিনা সাম্প্রদায়িক দাঙ্গা করতে চাচ্ছিল আমরা মন্দিরে গিয়ে পাহারা দেওয়া শুরু করে তা রুখে দিয়েছি। যারা জামায়াত ইসলামীকে সাম্প্রদায়িক শক্তি বলতো তারাই আজ জামায়াত ইসলামীকে অসাম্প্রদায়িকতার উদাহরণ হিসেবে দেখছে। পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও আল্লামা সাইদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৪ পরিবারের মাঝে ৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓