কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসুচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ চেক ও সনদ বিতরন করা হয়। উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসাইন রাসেল এর সভাপতিত্বে চেক ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। এসময় জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মোঃ রুবায়েত তালুকদার উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশল দফতর সূত্র জানায়, পল্লী কর্মসংস্থান ও রক্ষনাবেক্ষণ কর্মসুচি – আরইআরএমপি-৩ এর আওতায় ২০২০ সালের মে মাস থেকে শুরু করে ২০২৪ সালের মে মাস পর্যন্ত রক্ষণাবেক্ষণ কর্মসুচিতে উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ জন নারী কর্মী নিয়োজিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মোঃ ইমতিয়াজ হোসাইন রাসেল জানান, পল্লী কর্মসংস্থান ও রক্ষনাবেক্ষণ কর্মসুচি-আরইআরএমপি-৩ আওতায় চার বছর মেয়াদে উপজেলার ৫ টি ইউনিয়নের ৫০ জন নারী কাজ করেন। প্রকল্পের নারী কর্মীরা কাজের মেয়াদপুর্ণ করায় সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদপত্র তাদের মাঝে বিতরণ করা হয়েছে।