1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড কাউখালীতে গৃহবধূকে যৌন হয়রানির দায়ে অটোচালককে তিন মাসের কারাদণ্ড গজারিয়া ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কে সংবর্ধনা গজারিয়া পুনরায় সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার গজারিয়া বৃক্ষ রোপণ ও কেক কেটে সভ্যতার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত ‎পিরোজপুরে সদর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত ‎

গজারিয়া হাটবাজার সরকারি জায়গায় দখল মুক্তে গজারিয়ায় পরিচ্ছন্ন অভিযান

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজারিয়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন, হাটবাজার দখল মুক্ত রাখতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ-ই অভিযান চালায়।দখল মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ, ভবেরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: রাসেল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সাদত আলী, কলিমউল্লা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো: শাহপরান, ছাত্র নেতা মো: শাহিন, ছাত্র নেতা মো: সেতু ইসলাম প্রমুখ।

হাট-বাজার দখলমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নির্বাহী মাজিস্ট্রেট মো: মামুন শরীফ বলেন, নীতিমালা বহির্ভূতভাবে ভবেরচর বাজারে যারা অবৈধ দখল করে ব্যবসা-বাণিজ্য করছে। নিয়মিত অভিযানে সেইসব দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।তিনি আরো বলেন, গত দুইদিন আগে ভবেরচর বাজারে সাতটি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। যারা নিজ দায়িত্বে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়। এই চলমান অভিযানের আওতাভুক্ত যারা থাকবে তাদেরকে উচ্ছেদ করে জায়গা সরকারি দখলে নিয়ে আসবো।পরিষ্কার-পরিচ্ছন্ন, হাটবাজার দখল মুক্ত অভিযানের বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলে, ইউনিয়ন পরিষদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সহযোগিতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়। আশা করি আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই ভবেরচর বাজারের সুশৃংখল একটা পরিবেশের মধ্যে নিয়ে আসবো। তিনি আরো বলেন, ভবেরচর বাজার স্টান্ডে অটোরিকশা সহ অন্যান্য গাড়ি গুলো যত্রতন্ত্রভাবে পার্কিং করার কারণে চলাচলের ব্যাঘাত ঘটে। আমরা এখানে অটো রিক্সা গুলোর একটি অস্থায়ী স্টান্ড করে দেওয়ার চেষ্টা করছি যাতে এই রাস্তায় চলাচলে কোন ব্যাঘাত না ঘটে। নিয়ম শৃঙ্খলা ও আইনের মধ্যে থেকেই সবাইকে বাজার পরিচালনা করার আহ্বান জানায়।কহিনুর আক্তার আরো বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এই অর্থ বছরে গজারিয়ায় প্রায় ১৬ হাজার গাছ লাগানো হয়েছে।আমাদের মূল লক্ষ্য হচ্ছে গজারিয়াকে সবুজ ও পরিচ্ছন্ন গজারিয়া গড়ে তোলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓