1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‎বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ‎ ‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ মুন্সীগঞ্জে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় মামলা, নিরীহ গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন নেছারাবাদে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

রাঙ্গাবালীতে কৃষক দলের সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

মো.ফিরোজ ফরাজী (রাঙ্গাবালী) পটুয়াখালীঃ

বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে সারাদেশে চলছে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ। এরই অংশ হিসেবে ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের পুলঘাট বাজারে অনুষ্ঠিত হয় একটি কৃষক সমাবেশ।রাঙ্গাবালী দক্ষিন ইউনিয়ন কৃষক দলের সভাপতি কবির হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এই কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব তরিকুল ইসলাম ইভান, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি, আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আহাত মুনিজ, রাঙ্গাবালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর খলিফা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল ইমরান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজ মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ মুন্সি, দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাত হোসেন মির, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল প্যাদা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উক্ত সমাবেশে কেন্দ্র ঘোষিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু। সমাবেশে বক্তারা বলেন, আমরা কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর অধিকার আদায়ে, বীজের সঠিক মূল্য নির্ধারণ,বিনামূল্যে সরকারি বীজ সহায়তা ও কৃষকদের সকল প্রকার সহায়তা দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓