নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে কভার্ডভ্যানের ধাক্কায় উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৪টার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।আহতরা হলেন, গজারিয়া থানার এসআই বিজন বাড়ৈ ও গাড়ি চালক মো. দিদার।পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শনিবার রাত আনুমানিক ৪টার দিকে এসআই বিজন বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া কিলো-৩ টহল ডিউটিতে ছিলেন। এ সময় তেতৈতলা এলাকাইউ টান করার সময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান (চট্টগ্রাম মেট্টে ল ১১-৪১৮০) সজরে ধাক্কা দেয়। এ সময় পুলিশের গাড়িটির সামনে এবং পিছনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে এসআই বিজন বাড়ৈ ও চালক মো. দিদার আহত হন।তিনি বলেন, আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা হতে অফিসার এবং ফোর্স অল্পের জন্য রক্ষা পায়। কাভাড়ভ্যান জব্দ করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে