1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

কাউখালীতে মোহাম্মদ ই.এইচ.খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে মোহাম্মদ ই. এইচ. খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে মোহাম্মদ ই. এইচ. খান প্যারামেডিকেল এন্ড নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন খানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাবরিনা সুলতানা সেতুর সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুজন সাহা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আবু সাইদ, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, নার্সিং পেশায় এসে সকলকে মায়ের ভালোবাসাকে উপলদ্ধি করতে হবে। কারণ নার্সিং শুরু হয় মায়ের কোল থেকে। একজন মা যেমন কোনো ধরনের প্রতিদান ছাড়াই শিশুকে যত্ন ও সেবা দিয়ে থাকেন, তেমনি রোগীদেরও সেবা দিতে হবে নার্সদের। আশা করি এখানে যারা শিক্ষা নিতে এসেছে তারা এটা উপলদ্ধি করতে পারবে এবং শ্রেষ্ঠ নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। একজন চিকিৎসক রোগীর কাছে কিছু সময় থাকেন। আর নার্সরা ৯০ শতাংশ সময় রোগীর কাছে থাকেন। তাদের সুস্থ করে তুলতে নার্সদের অবদানই বেশি। এ কারণে নার্সিং পেশা সম্পর্কে ধারণার পাশাপাশি এ পেশার প্রতি ভালোবাসা থাকতে হবে।আজ এখানে যারা ভর্তি হয়েছ তারা বাস্তব শিক্ষা গ্রহণ করে রোগীদের সেবা দিয়ে এ পেশায় সুনাম অর্জন করবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓