মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে উপজেলা ভুমি অধিদপ্তরের উদ্যোগে জমি জমা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) উপজেলার জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অংশ গ্রহন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ শিক্ষার্থীদেরকে ভূমির মালিকানা ও ম্যাপ তৈরির মূল ভিত্তি, জরিপ চলাকালীন করনীয়, ক্রয় সূত্রে মালিকানা ক্ষেত্রে করনীয়, উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয় এবং ক্রয় কালে অন্যান্য বিষয় ও স্মার্ট ভূমিসেবা বিষয়ে আলোচনা করেন।এসময় তিনি বলেন, বর্তমানে স্মার্ট ভূমিসেবা পেতে কল সেন্টার ১৬১২২ নম্বরে ফোন করে ঘরে বসে পর্চা গ্রহণ ও অন্যান্য সেবা গ্রহণ করা যায়।
আলোচনা শেষে শিক্ষার্থীদের ভূমি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হান অধিকারী শিক্ষার্থীদেরকে মেধাবিকাশে এবং উৎসাহ জোগাতে পুরস্কৃত করা হয়।
এছাড়াও উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে “ভূমি আমার ঠিকানা”একটি বই উপহার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান তালুকদার সহ সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।