ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এক গ্রুপের হামলায় বিএনপির অপর একটি গ্রুপের লিফলেট বিতরণ কর্মসূচি পন্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেল ৫ টায় উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সায়মন (২৫) ও সাব্বির (২২) নামে দুই উপজেলা ছাত্রদলের কর্মী আহত হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার শিকার যুক্তরাষ্ট্র নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে একটি দল অভিযোগ দেওয়ার জন্য রাজাপুর থানায় অবস্থান নিয়েছেন। অপরদিকে প্রতিপক্ষ কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের অনুসারীরা থানার সমানে প্রতিপক্ষকে আওয়ামী লীগের দোসর দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনা বাহিনীর একটি দল থানার সামনে অবস্থান নিয়েছে। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রফিকুল ইসলাম জামালের অনুসারী রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পরিস্কার করেন।উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে একটি দল কেন্দ্রীয় কর্মসূচির আওতায় রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ, পথ সভা ও লিফলেট বিতরণ করেছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত,বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, ড. জাকারিয়া লিংকন প্রমুখ। বিকেলের দিকে রাজাপুর বাইপাস এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় তাঁদের কর্মসূচি পন্ড হয়ে যায়।এ সময় তাঁদের সাথে থাকা সায়মন (২৫) ও সাব্বির (২২) নামে দুই উপজেলা ছাত্রদলের দুই কর্মী আহত হয়। তাঁদের অভিযোগ সদ্য স্থগিত হওয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) থেকে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। অপরদিকে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালও এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি ২০০৮ সালে বিএনপির মনোনয়নে এ আসনে নির্বাচন করেছিলেন। নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজার সাথে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেন, সদ্য স্থগিত হওয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের নেতৃত্বে হামলায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পন্ড হয়ে হয়ে যায়। এতে দুই ছাত্রদল কর্মী আহত হয়। এ ঘটনায় আমরা রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অবহিত করা হবে।
এদিকে এ ঘটনার পরে সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রফিকুল ইসলাম জামালের অনুসারী রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলন করেন। সেখানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আজকে যারা বিএনপির পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে তাঁরা বিএনপি থেকে বহিস্কৃত শাহজাহান ওমরের অনুসারী। তাঁদেরকে রাজাপুর উপজেলাবাসী চেনেনা। তাঁরা উপজেলা বিএনপির নেতাদের অবহিত না করে এ কর্মসূচি পালন করেছে। তাই রাজাপুরের মানুষ তাঁদের প্রতিহত করেছে।সদ্য স্থগিত হওয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে গত ০৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বচনে যারা শাহজাহান ওমরের নির্বাচন করেছে বিশেষ করে মাসুম মোল্লা, জামাল মৃধাকে সাথে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করাকালে উপজেলা বিএনপির নেতা কর্মীরা তাদের সাংগঠনিক পরিচয় জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।জনরোষ থেকে বাচতে তারা কয়েক জন থানায় আশ্রয় নিয়েছে বলে শুনেছি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বিএনপির একটি পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।