1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রোজার বিভিন্ন ধরণের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম। -ছারছীনার পীর ছাহেব

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- ইসলাম শান্তির ধর্ম। অশান্তি কিংবা বিশৃঙ্খল জীবন কাহারও কাম্য নয়। বছরের মধ্যে এক মাস আমাদের জন্য রোজা মহান আল্লাহ তায়ালা ফরজ করেছেন।যাতে রোজাদারগণ এর তাৎপর্য ও শিক্ষা উপলব্ধি করে তদানুযায়ী আমল করতে পারে। রোজা আমাদেরকে প্রথমত তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ রেখে থাকে। কেননা মানুষ চাইলে লোকচক্ষুর অন্তরালে পানাহার করতে পারে ; কিন্তু একজন রোজাদার তা করে না। সে একনিষ্ঠভাবে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে রোজা রাখে। আর এটাকেই বলা হয় ইখলাস। আর আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ইখলাসই পূর্বশর্ত। রোজা আমাদের এই ইখলাস অর্জন করতে শেখায়। অপরদিতে রমজান সহমর্মিতার মাস। ধনাঢ্য ব্যক্তি যখন রোজা রাখেন, তখন তিনি বুঝতে পারেন যে, উপবাস থাকার যন্ত্রণা কতটা কষ্টদায়ক! তখন তিনি দরিদ্রদের প্রতি সহমর্মী হন। রমজানের পরে বাকি সময়ও যেন আমরা সহমর্মী হই, রোজা আমাদেরকে সে শিক্ষাই দেয়। এছাড়াও গীবত তথা পরনিন্দা, অশ্লীলতা সহ বিভিন্ন পাপাচার থেকেও আমাদেরকে রোজা বিরত থাকতে শিক্ষা দেয়। সুতরাং রোজার বিভিন্ন ধরণের শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে সক্ষম।গতকাল বাদ জোহর ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিন উপস্থিত মেহমানবৃন্দদেরকে উদ্দেশ্য করে একথা বলেন।আজ ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ছাহেব।তিনদিনব্যাপী মাহফিলের ১ম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার নায়েবে মদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমূখ।আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓