1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন গজারিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই আটক পবিপ্রবিতে ৮২ শতাংশ পদ নিয়েও বিএনপিপন্থি শিক্ষকের জামাতিকরণ অভিযোগ রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নাটোরে গলা কেটে ব্যবসায়ীকে হত্যা সাংস্কৃতি মানুষের সুন্দর অনুভূতির উন্মোচন ঘটায় – ইলিয়াস হোসেন মাঝি কাউখালীতে ভূমি সেবা দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গলাচিপায় অবৈধ ‘ ট্রলনেট’ জাল দিয়ে মৎস্য  আহরণে ১৫ জেলে আটক জুলাই শহিদদের স্মরণে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুরআন-সুন্নাহ ও তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য – ছারছীনার পীর ছাহেব কেবলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছাওয়াব ও ছারছীনা মাদরাসার বার্ষিক মাহফিলে গতকাল ইফতার পূর্ব আলোচনায় ছারছীনা দরবার শরীফের গদ্দিনসীন পীর ছাহেব কেবলা মুফতী মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন একথা বলেন।মাহফিলের তারিখ পরিবর্তন না করার পূর্ব প্রচলিত নিয়মের ধারাবাহিকতায় এ বছর মাহে রমযানে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ছিল তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন। লক্ষ লক্ষ লোক ইফতার সামনে নিয়ে সূর্য়াস্তের অপেক্ষায় বসে থকার এ মাহফিলে আমিরে হিযবুল্লাহ হযরত পীর ছাহেব কেবলা সকলকে নিয়ে মুনাজাত করেন। তিনি সকলের শান্তি নিরাপত্তা ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করেন।ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন- ছারছীনা দরবার কুরআন সুন্নাহ অনুযায়ী আমলী জীবন গঠন করার একটি হক দরবার। এ দরবার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার ভিত্তিতে হক তরীকা ও সঠিক তাসাউফ চর্চার দরবার, উদ্ভূত পরিস্থিতির সঠিক সমাধানের দরবার। তাই দেশের জনগণ, সরকার, প্রশাসন সকল মহলে এ দরবারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। আমরা দলীয় রাজনীতি করি না। আমাদের কর্মসূচী আখেরাতমূখী। কীভাবে একজন লোক আখেরাতে নাজাত পাবে তা-আমাদের ভাবনা। আমরা রোযার হিকমাতের দিকে তাকালে দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, রোযা ফরজ করা হয়েছে মানুষকে তাকওয়ার অধিকারী করার জন্য। বলা বাহুল্য ইসলামের সকল আমলই তাকওয়া কেন্দ্রিক আবর্তিত। সেমতে আমাদের তরীকা চর্চা সহ যাবতীয় আমল সব কিছুরই উদ্দেশ্য নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলা। আর তাকওয়ার নিরিখেই বান্দা দুনিয়ায় যেমন সম্মানিত হয়ে থাকে, তদ্রুপ আখেরাতেও ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হবে।দি¦তীয় দিবসে মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। তিনি বলেন- এ দেশে ছারছীনা দরবার শরীফ একটি হক্ব দরবার। এখানে কোন উশৃঙ্খলতা শিক্ষা দেয়া হয় না। মৌলিক ইসলামি শিক্ষায় শিক্ষিত হতে হলে ছারছীনা দরবার হতে শিক্ষা গ্রহণের বিকল্প নেই। আমরা সেওভাগ্যবান এজন্য যে, আমাদের পূর্বপুরুষগণ এ দরবারের সাথে সম্পৃক্ত ছিল, আমরাও আছি এবং ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্মও এ দরবারের সাথে সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ।মাহফিলে ২য় দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুফতি মাওলানা মোঃ হায়দার হুসাইন প্রমূখ।আজ বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓