1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদে জরুরী ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেয়া হবে কাউখালীতে কায়েদ ছাহেব হুজুরের ১৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পিরোজপুরে রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ মুন্সীগঞ্জ উত্তর ইসলামপুর মধ্যেপাড়া ঐক্য সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা, ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালি উপজেলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভেঙে অভিযান পরিচালনার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে পিরোজপুরের কাউখালি উপজেলা পরিষদের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ মার্চ) দুপুরে কাউখালি উপজেলার উত্তর বাজারে ভোক্তা অধিকার অভিযান চলছিল। এ সময় খবর পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেইরী এর মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে অভিযান পরিচালনাকারীরা দোকানটি খোলার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ী বদরুদ্দোজা মিয়া বাধা দেয়। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তার সাথে যোগদেয়। পরবর্তীতে কোনো ধরনের কার্যক্রম না করেই ঘটনাস্থল ত্যাগ করে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে এ ঘটনার প্রতিবাদে কাউখালি উপজেলার উত্তর ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা মানববন্ধন করে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোঃ বদরুদ্দোজা মিয়া, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোয়াইব সিদ্দিক ব্যবসায়ী, ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন অলি, উত্তর বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বিপ্লব কর্মকার, দক্ষিণ বাজারে ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, ব্যবসায়ী রফিকুল ইসলাম, অরুণ হালদার, জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভাঙার চেষ্টা চালানো হচ্ছে এটা কোন ধরনের অভিযান। তালা ভাঙার অধিকার কোন আইনে আছে। নিয়ম মেনে অভিযান করা হোক। তালা ভাঙার অভিযান আমরা চাই না। এ বিষয়ে বদরুদ্দোজা মিয়া বলেন, অন্যায়ভাবে সাতক্ষীরা ঘোষ ডেইরীর বাসুদেবের দোকান ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিষয়টি প্রতিহত করার চেষ্টা করেছি। আমরা এমন অভিযান চাই না। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, আমরা আইন অনুযায়ী কাজ করেছি। আমাদের অধিকার আছে আইন অনুযায়ী কাজ করার। কেউ যদি অভিযোগ আনে তাহলে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓