সাইদুল ইসলাম ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়ায় দুই দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউপি সদস্যদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে উপজেলার ২টি ইউনিয়নের ইউপি সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব কামরুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আনোয়ারা বেগম।প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কাঠালিয়া উপজেলার উপজেলা সমন্বয়কারী জনাব এস, এম, ওমর ফারুক। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন উপজেলা রিসোর্স টিমের সদস্য, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে ওসি (তদন্ত) জনাব হারান চন্দ্র এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অ:দা: জনাব সুব্রত কুমার দেবনাথ।